সার্ক থাকবে কি না আমি তা এককভাবে বলতে পারি না -সম্মেলনে প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৬, ৯:২৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সার্কের ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে সদস্যভুক্ত দেশগুলো সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে বাংলাদেশ এককভাবে কোন মতামত দেবে না। আর মত দেয়াটাও ঠিক হবে না।
রবিবার বিকালে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন তিনি।
কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর দু’সপ্তাহের সফর শেষে এর বিভিন্ন দিক তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কানাডা সফরে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।
পরে প্রশ্নোত্তর পর্বে জাতীয় দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, সার্কের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়া হবে?
এ প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন , সার্ক একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। তাতে সময়ও লেগেছে। এ পর্যায়ে সার্ক থাকবে কি থাকবে না আমি তা এককভাবে বলতে পারি না। বলা ঠিকও হবে না। সার্কভুক্ত দেশগুলো এ বিষয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে, এ সিদ্ধান্ত আমার একার নয়। আমি এককভাবে কোনও মত দিতে পারি না। তবে আমি মনে করি, দক্ষিণ এশিয়ার মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য সার্কের অবশ্যই প্রয়োজন রয়েছে। এ ধরনের যৌথ একটা কিছু থাকা উচিৎ। এ অঞ্চলের দেশগুলোর সমস্যাগুলোও মোটামুটি একই রকমের। তাই এ ধরনের সমস্যা মোকাবিলায় আমরা একসঙ্গে কীভাবে কাজ করতে পারি তা ভেবে দেখা দরকার। তবে এটাও ঠিক, আমাদের সমস্যাগুলো সার্কের মাধ্যমে সমাধান করা যাচ্ছে না। সার্ক সনদে দ্বিপাক্ষিকভাবে সমস্যা সমাধানের কোনও সুযোগও নেই। তাই সমস্যাগুলো সমাধান করা যাচ্ছে না। সমস্যাগুলো চিহ্নিত করা হলেও সেগুলো কার্পেটের নিচে রেখে দেওয়া হচ্ছে।