হবিগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৬, ৬:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ অক্টোবর) দুপুরে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
মৃত ব্যবসায়ীর নাম শহিদ মিয়া। তিনি হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, ক্ষুদ্র ব্যবসায়ী শহিদ মিয়ার স্থানীয় বাজারে একটি দোকান রয়েছে। ব্যবসার কাজ শেষে প্রতিদিনের মত শনিবার রাতে তিনি দোকানে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে স্থানীয় লোকজন তার দোকানের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে পার্শ্ববর্তী একটি খালের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শহিদের বড় ভাই মাসুক মিয়া বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।”
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।