সিলেটে জাপা নেত্রীর গলায় দা ধরে ছিনতাই
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৬, ১২:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর চৌহাট্টায় ছিনতাইর শিকার হয়েছেন জাতীয় মহিলা পার্টির এক নেত্রী। ছিনতাইকারীরা তার গলায় দা ধরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইর শিকার জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা হেনা বেগম সিলেটভিউ২৪ডটকমকে জানান- একটি মানববন্ধনে যোগ দেয়ার জন্য তিনি মিরবক্সটুলা থেকে রিকশাযোগে চৌহাট্টাস্থ শহীদ মিনারে আসছিলেন।
চৌহাট্টায় আসার পর একটি মোটর সাইকেলে দুইজন ছিনতাইকারী এসে প্রথমে তাকে জিজ্ঞেস করে তিনি জাতীয় পার্টি করেন কি-না।
হ্যাঁ সূচক উত্তর দেয়ার পরই এক ছিনতাইকারী ধারালো দা বের করে তার গলায় ধরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।