আঙুল ও চোখের আইরিশের ছাপ দিয়ে স্মার্টকার্ড গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৬, ১২:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (০২ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই বিতরণ কার্যক্রমের সূচনা করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আঙুল ও চোখের আইরিশের ছাপ দিয়ে তিনি এই কার্ড গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এ সময় শেখ হাসিনা তার পুরোনো জাতীয় পরিচয়পত্র ফেরত দেন।
উল্লেখ্য, প্রথম দফায় দেশের নয় কোটি ভোটার পাবেন এই আধুনিক কার্ড। যাদের ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। এজন্য ব্যয় ধরা ৮৩ কোটি টাকা। প্রতিটি কার্ড বিতরণে ব্যয় হবে নয় টাকার বেশি।
এছাড়া স্মার্ট প্রস্তুতে ব্যয় হয়েছে ২ ডলার। যার মেয়াদ থাকবে ১০ বছর। এরপর ফি দিয়ে কার্ড নবায়ন করতে হবে।