নেতা-কর্মীদের উপর একরাশ অভিমান নিয়েই সিলেট ছাড়লেন রওশন
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ১১:৫৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
নেতা-কর্মীদের উপর রাগ আর অভিমানে ৩ বার বক্তব্য বন্ধ রাখেন সংসদের বিরোধী দলীয় নেত্রী, সাবেক ফার্স্ট লেডি বেগম রওশন এরশাদ। তবু তাদের টনক নড়েনী। পাত্তা দিলেন না তারা। একরাশ বিরক্তি নিয়েই তিনি তার বক্তব্য শেষ করে হেলিকপ্টার ধরতে ছুটে যান।
তার সব কথা যেমন আগত সবাই শুনতে পাননি বা বুঝতে পারেননি, তেমনি সামান্য দূরত্বে বসা সাংবাদিকরাও পড়েন অনেক জটিলতায়।
শনিবার সিলেট রেজিস্ট্রারি মাঠে এমন পরিস্থিতিতে পড়তে হয় বেগম রওশন এরশাদকে।
জাতীয় পার্টির চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে রওশন মঞ্চে উঠেন সাড়ে ৩ টার দিকে। তার আবার তাড়া ছিল ঢাকায় ফেরার। হেলিকপ্টার ধরতে হবে।
তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সবার আগেই বক্তব্য দিতে ডাকা হয় তাকে। যথারীতি তিনি মাইক হাতে নেন। তখন চারদিকে হইচই চলছে। বিরক্ত রওশন ঘোষণা করলেন সবাই কথা বন্ধ না করলে তিনি কথা বলবেন না। কিন্তু কেউ কথা শুনলেনই না।
এক পর্যায়ে পরিচালকরা বারবার অনুরোধ করতে থাকলে চেঁচামেচি কিছুটা শান্ত হয়। কথা শুরু করেন রওশন। কিন্তু মিনিট পাঁচেক পর আবার হইচই শুরু। আবার বিরক্তি। আবার ঘোষণা দিয়ে কথা বন্ধ আবার শুরু। এভাবে ১৫ মিনিটের বক্তব্যে তিনি অভিমানে মোট ৩ বার বক্তব্য বন্ধ করেন।
কিন্তু অতি-আদরের নেতাকর্মীরা তার কথা শুনা তেমন গুরুত্বপূর্ণ মনে করেননি। অনেকটা বিরক্তি নিয়েই ৩ টা ৫৫ মিনিটের দিকে মঞ্চ থেকে নামেন সাবেক এ ফার্স্টলেডি।
উল্লেখ্য, কোন দলীয় শ্লোগান নয়, এমনিতেই হইচইয়ে ব্যতিব্যস্ত ছিলেন তারা। আর ৩০ জন স্বেচ্ছাসেবক যে কি দায়িত্ব পালন করেছেন তা রীতিমতো ভাবভার বিষয় বলে মন্তব্য করেছেন অনেকেই।