রাজধানীতে অনুমোদনহীন টিভি চ্যানেলের চার কর্মী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ৭:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
রাজধানীর বাড্ডা এলাকা থেকে সম্প্রচার যন্ত্রাংশসহ অনুমোদনহীন দুই টেলিভিশন চ্যানেলের চার কর্মীকে গ্রেফতার করার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
র্যাব-১ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, শনিবার সকালে এইচ বাংলা ও নেহা টিভি নামের ওই দুই চ্যানেলের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
“তাদের সাথে সম্প্রচার যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ পাইরেটেড সিডি পাওয়া গেছে।”
এই প্রতিবেদন লেখার সময়ও সেখানে অভিযান চলছিল বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।