সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ, সিলেটে ইয়েস কার্ড পেলেন ২৫ সাঁতারু
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ৬:২২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্ভাবনাময় সাঁতারু খোঁজে বের করার লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল সাঁতারু অন্বেষন প্রতিযোগিতা।
‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে শনিবার প্রতিযোগিতাটির আয়োজন করেছিল বাংলাদেশ সুইমিং ফেডারেশন।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সিলেট জেলার ১১৪ জন ছেলে ও ১৪ জন মেয়ে সাঁতারু অংশ নেন।
এর মধ্যে ১৯ জন ছেলে ও ৬ জন মেয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে উর্ত্তীণ হন। তাদেরকে ঢাকায় নিয়ে পরবর্তী প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস, নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈমুল হক, এম নাহিদ হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, ক্রীড়া সংস্থার সদস্য বিজিত চৌধুরী।