নবীগঞ্জে একটি মার্কেটে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ৬:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে একটি মার্কেটে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের ছালিক মিয়ার মার্কেটের একটি দোকান ভাড়া নিয়েছিলেন বনগাঁও গ্রামের সাংবাদিক এম এ মুহিত। তার দোকানে বিভিন্ন মালামাল এবং সাংবাদিক মুহিতের মোটরসাইকেলসহ আরো দুইটি মোটর সাইকেল রাখা ছিলো।
শনিবার (১ অক্টোবর) ভোর ৪ টার দিকে ছালিক মিয়ার মার্কেটে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় পাশের দোকান ফয়ছল ষ্টোরে ঘুমিয়ে ছিলেন দোকানের মালিক ফয়ছল আহমেদ। ফয়ছল যেন দোকান থেকে বের হয়ে আসতে না পারেন, সেজন্য দুর্বৃত্তরা ফয়ছল আহমেদের দোকানের একমাত্র ফটক তার দিয়ে বেঁধে রাখে। দুর্বৃত্তদের আগুন দিয়ে পালিয়ে যাওয়ার পর অনেক চেষ্টা করে দোকানের ফটক ভেঙ্গে বের হয়ে আসেন ফয়ছল আহমেদ। এসময় ফয়ছলের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসেন। স্থানীয় লোকজনের সহায়তায় অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
দুর্বৃত্তের আগুনে সাংবাদিক এম এ মুহিত এর মোটরসাইকেলসহ মার্কেটে রাখা ৩টি মোটর সাইকেল, ৬০ মন ধান, চল্লিশ হাজার টাকার ঔষধ ও মার্কেটে রাখা আরো গুরুত্বপূর্ণ জিনিসপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোপলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ এস আই আব্দুর রহমান। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।