শ্রীমঙ্গলে ৫ দিন পুর্বে দূর্গা পুজা শুরু !
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ৪:২৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি: সারাদেশের সকল পূূজা মণ্ডপে কারিগররা যেখানে ব্যস্ত মূর্তি তৈরীর কাজে সেখানে দেশের একটি মণ্ডপে শুরু হয়ে গেছে আগাম দূর্গা পূজা। মণ্ডপের চারপাশ মুহিত হচ্ছে ঢাকের বাদ্যে। শ্রীমঙ্গল ইছামতি চা বাগানে মঙ্গলচন্ডীরথলীতে পৌরানিক নিয়ম অনুযায়ী দেবী দূর্গার নয়টি রূপে দশ দিন ব্যাপী পূর্জাচ্চর্নার প্রথম দিন শনিবার দুপুরে দূর্গাদেবীর শৈলপুত্রী রূপে পূজা করা হয়।
পূজা কমিটির সভাপতি পরিমল ভৌমিক জানান, এভাবে আগামী নবমী তিথি পর্যন্ত ( ১০ সেপ্টেম্বার) দেবীর ব্রম্ম্রচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মান্ডা, স্কন্ধ মাতা, কাত্যায়নী, কালো রাত্রী, মহা গৌরী ও সিদ্ধিদাত্রী রূপে পূজা করা হবে।
আর এ পূজা দেখতে শনিবার সকাল থেকেই মান্ডপে ভীর হচ্ছে প্রচুর দর্শনার্থীর ।
পূজার আয়োজকরা জানান, এই দেবস্থলিটি শ্রীমঙ্গলের সর্বাধীক প্রাচীন স্থাপনা হিসেবে পরিচিত। তারা জানান, প্রায় ৫শত বছর ধরে এখানে রয়েছে মঙ্গলচন্ডীদেবীর (দূর্গা) থলি। অনেকে শ্রীমঙ্গল নামের উৎপত্তিও এই শ্রী শ্রী মঙ্গল চন্ডীর থলি থেকে হয়েছে বলে মত প্রকাশ করেন।
পূজা কমিটির সাধারণ সম্পাদক ঝিনুক বৈদ্য জানান, এই ঐতিহাসিক স্থানটিকে ধরে রাখতে কয়েক বছর ধরে তারা এখানে দেবীর নব রুপে পূজা করে আসছেন। তবে এর স্থায়ী রুপ দিতে প্রয়োজন সরকারসহ দানশীলদের সহায়তা।