শ্রীমঙ্গলে বিদেশগামী যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ৪:০১ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিদেশগামী যাত্রীবাহী শ্যামলী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভারসহ গুরুতর কম পক্ষে ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল উপজেলায় সি, এন, জি, সখিনা পেট্রোল পাম্প (ফুলছরি) এলাকায় ঘটে। মুখোমুখি সংঘর্ষে বাস এবং ট্রাক দুটোই সড়কের দুই পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয় । পরে বিদেশ যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার অন্য বাসে করে ঢাকা পাঠানো হয়। এবং ট্রাক ড্রাইভারের অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার সেকেন্ড অফিসার সৈয়দ মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় যাত্রীদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে অন্য বাসে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করি । এবং সকল যাত্রীই বিদেশের উদ্দ্যেশে ফ্লাইট করেছেন।