শ্রীমঙ্গলে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৫
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ১০:৩১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় সখিনা সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রবিউল্লাহ জানান, শুক্রবার রাত ১১টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস বিদেশগামী যাত্রী নিয়ে মৌলভীবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে শ্রীমঙ্গলগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।
আহতদের শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ট্রাকচালক বাদল মিয়ার (৪২) মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।