শচিন সম্পর্কে সৌরভ যা বললেন
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ৪:১৪ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ শচিন তেন্ডুলকর কেমন? কেমন তাঁর স্বভাব? ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যা বললেন মুম্বইকর সম্পর্কে, তা অনেকেরই জানা নেই। অজানা সচিন উঠে এলেন সৌরভের কথায়। শচিন তেন্ডুলকরের অনেক কথাই আমজনতার নখদর্পণে। মুম্বইকরের উত্থান থেকে শুরু করে শেষদিন পর্যন্ত যাবতীয় কাহিনি এখনও ভক্তদের স্মৃতিতে জীবন্ত। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্ভারে যা গল্প রয়েছে, তা অনেকের স্মৃতির ভাণ্ডারেই নেই। সেই কোন ছোটবেলা থেকে দু’ জনে একসঙ্গে খেলে চলেছেন। প্রিয় বন্ধুর সম্পর্কে তো জানারই কথা সৌরভের। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সৌরভ স্মৃতির ঝাঁপি খুলে দিলেন। শচিন সম্পর্কে এমন সব গল্প বললেন, যা শুনে অনেকেই হেসে গড়িয়ে পড়লেন। অনেকে অবাক হয়ে গেলেন। এই গল্প তো তাঁদের জানাই ছিল না। কী বললেন সৌরভ? বাংলার মহারাজ বললেন, ‘শচিন ব্যাট করেই ছুটত দোকানে শপিং করতে। টেস্টে শতরান করে ওঠার পরের দিনই শচিনকে আরমানি অথবা অন্য কোনও আউটলেট-এ অবধারিত ভাবে দেখা যেত। জামাকাপড় পছন্দ করত শচিন। ওর জামাকাপড়ের সম্ভার দেখলে অবাক হয়ে যেতে হবে।’ সৌরভ-জমানার আর এক শিল্পী ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। লক্ষ্মণের ব্যাটিং-শৈলী দেখে দর্শকদের চোখ জুড়িয়ে যেত। সৌরভের চোখে এই হায়দরাবাদি ব্যাটসম্যান ছিলেন লেট-লতিফ। ‘সবার শেষে টিম-বাস ধরত লক্ষ্মণ। ঠিক যেন চার বা পাঁচ নম্বরে ব্যাট করতে নামছে,’ বলছিলেন সৌরভ।