৬০ সদস্যের বিশাল বহর নিয়ে এরশাদ সিলেট আসছেন আজ
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৬, ১২:১৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ সিলেট আসছেন। জানা যায়, ৬০ সদস্যের একটি টিম নিয়ে পবিত্র নগরীতে আসছেন সাবেক এই সাবেক রাষ্ট্রপতি । তিনি হযরত শাহ্ জালাল (রা.)-এর মাজার জিয়ারত এবং পরে জাতীয় পার্টি সিলেট জেলা শাখার এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ও বক্তব্য রাখবেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এমপি’র সিলেট জেলার সফর সঙ্গী হিসেবে থাকছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ফখরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, মশিউর রহমান রাঙ্গা এমপি, আলহাজ¦ তাজুল ইসলাম চৌধুরী এমপি, জিয়াউল মৃধা এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি প্রমুখ।