ব্যবসায়ী মামুনের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
নগরীর জিন্দাবাজারস্থ এলিগ্যান্ট শপিং সিটির ব্যবসায়ী করিম বক্স মামুনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মতবিনিময় সভা করেছেন জল্লারপাড়বাসীরা।
শুক্রবার রাতে জল্লারপাড়স্থ বক্স হাউজে এ মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় চাহন সমাজ কল্যাণ সংস্থা।
আমরা বৃহত্তর জল্লারপারবাসীর আহ্বায়ক বাবর বক্স এর সভাপতিত্বে ও সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহেরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আলা বক্স রুকন, হুমায়ূন বকস মিতু, জামান আহমদ, মো. এমদাদ খান এমাদ, অপু বকস, তোফায়েল খান, শাকিল বকস, শিফুল খান, জাহাঙ্গির বকস, রাজীব খান। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজ্জাক খান, মো. আনোয়ার হোসেন বকস, আফজল বকস, মলয় দত্ত, রতি, তারন ময়া, মো. সেলিম খান, মো. রুহুল আমিন, মো. মাহমুদ হোসেন শরিফ, মো. কয়েছ খান, নাঈম বকস, মামুন মিয়া, তানভীর বকস, শায়েফ বকস, আব্দুল হান্নান, মো. আব্দুল মান্নান, আবু মুসা, আনহার আহমদ, আব্দুল্লাহ, আজাদ খান, মুছা, হেলাল খান, টিপু সুলতান, মো. সোয়া মিয়া, মো. ইউসুফ, মো. ছামি খান, ইমরান খান, সালেক, সেলিম, তোফায়েল আহমদ খান, রাজীব খান, শফিউল আলম সুমন, মোহাইমিন খান, মো. সুবায়েব আহমদ প্রমুখ।
বক্তারা করিম বকস মামুনের হত্যাকারাদীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে বলেন, আমরা জলারপারবাসীর হত্যাকারীদের শাস্তি দেখতে চাই। এভাবে আর কত মায়ের বুক খালি হবে।
বক্তারা মামুন বকস এর নামে আমরা জল্লারপারবাসীর উদ্যোগে মামুন বকস স্মৃতি সংসদ পরিষদ গঠন করা হবে বলে উল্লেখ করেন।