জামায়াতের গোপন বৈঠক চলাকালে সুনামগঞ্জে ৩ জামায়াত নেতা আটক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় জামায়াতের গোপন বৈঠক চলাকালে ৩ জামাত নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ছাতক সদর ইউনিয়নের মানসীনগর গ্রামের জামাত নেতা আবু সালেহ নোমানের বাড়িতে গোপন বৈঠক চলার সময় পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলা জামায়েতের আমির ও শহরের আলহেরা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. তোফায়েল আহমদ খান, ছাতক উপজেলা জামায়েতের সাবেক আমির মাও. জালাল উদ্দিন ও ছাতক সদর ইউনিয়ন জামায়েতের সভাপতি মাষ্টার আবু বক্কর। এসময় ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল আটক করে পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মানসীনগর গ্রামের জামাত নেতা আবু সালেহ নোমানের বাড়িতে বিভিন্ন এলাকার অর্ধশতাধিক জামায়াত-শিবির নেতা কর্মীরা বৈঠকে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই আব্দুন নূরসহ পুলিশের একটি দল এসময় সেখানে উপস্থিত হলে সেখান থেকে জামায়েতের ৩ নেতাকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা জামায়াত-শিবিরের অন্যান্য নেতা কর্মীরা তৎক্ষণাৎ পালিয়ে যায়।
আসন্ন শারদীয় উৎসব সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর লক্ষ্যে জামায়াত-শিবিরের এ গোপন বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন ৩ জনকে আটকের সত্যতা স্বীকার করেছেন।