মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার রমজান আলী মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার নেত্রকোনার দুর্গাপুরের রমজান আলী (৭৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে গেলে ২টার দিকে তাকে ঢামেকে নিয়ে আসা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রমজান আলী মারা যান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
১৩ এপ্রিল (মঙ্গলবার) নংসিংদীর শহরের কাউরিয়াপাড়ার নতুন লঞ্চঘাট এলাকা থেকে রমজান আলীকে গ্রেফতার করা হয়। রমজান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ফুলপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।