ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ৯:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মিনি ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছেন, আহত হন আরও অন্তত চার জন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গৌরীপুর থানার ওসি ফয়জুল করিম।
তিনি জানান, গৌরীপুরগামী মিনি ট্রাকটির সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দুইজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।