দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী : অভ্যর্থনা জানাতে জনতার ঢল
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ৯:৪২ অপরাহ্ণ
জানা গেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজটি দুবাই থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও সেটি দুপুর ১২টা ১৪ মিনিটে ছাড়ে। তবে এই বিলম্বের কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ। তিনটি দেশে অবস্থানকালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণসহ প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনৈতিক, আন্তর্জাতিক সংগঠনের কর্মকর্তা ও সামাজিক প্রতিষ্ঠানের নেতাদের সাথে পারস্পরিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠক করেন। দুটি সম্মাননাও পেয়েছেন প্রধানমন্ত্রী। দক্ষ রাষ্ট্র পরিচালনা ও বহুমাত্রিক অবদান স্বরূপ জাতিসংঘ পদক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছেন। এই বিরল সম্মান লাভের জন্য তাকে অভ্যার্থনা জানাতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই ধারে জনতার ঢল নেমেছে। দুপুর থেকেই ঢাকা ও আশপাশের নেতাকর্মীরা রাজধানীর রাস্তায় জড়ো হতে থাকে। এতে বেশির ভাগ রাস্তায় যানচলাচল স্থবির হয়ে গেছে। তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছেন অফিস ফেরত কর্মজীবী মানুষ। এই অভ্যর্থনার জন্য গত ১০ দিন ধরে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ দলের জ্যেষ্ঠ নেতারা দলের বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। রাজধানী ছাড়াও ঢাকার পার্শ্ববর্তী জেলার শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে আলাদা বৈঠক করা হয়। বৈঠকে সর্বশক্তি দিয়ে এ অভ্যর্থনা অনুষ্ঠান সফল করতে কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়।