দৃষ্টিনন্দন ইলাশকান্দি জামে মসজিদের উদ্বোধন আজ
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেট। বাংলাদেশের আধ্যাত্বিক নগর নামেও পরিচিত সবুজের মিশেলে ঘেরা এই সিলেট। এই নগরীর উপকণ্ঠে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন একটি মসজিদ।
নবনির্মিত এই মসজিদের নাম ‘ইলাশকান্দি জামে মসজিদ’। শুক্রবার জুমার নামাজের মাধ্যমে নবনির্মিত মসজিদটির উদ্বোধন করা হবে।
আরব্য স্থাপত্যের মিশেলে নির্মিত দ্বিতল এই মসজিদ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, রয়েছে সকল আধুনিক সুযোগ সুবিধাও।
নবনির্মিত এই মসজিদে শুধু নামাজ আদায়ই নয়, এর সৌন্দর্য দেখতে প্রতিদিন ভীড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। দেখতে আসছেন পর্যটকরা।
সিলেট সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের একটি পাড়া হচ্ছে ইলাশকান্দি। এখানকার স্থানীয় বাসিন্দারা এই মসজিদটি নতুন রূপে নির্মাণ করেছেন। আর দৃষ্টিনন্দন মনকাঁড়া ডিজাইনের ফলে মসজিদ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ওই ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম সিলেটভিউকে জানালেন, ‘এমন সুন্দর মসজিদ সিলেটেও অন্য কোথাও নেই। তাই এই মসজিদ একনজর দেখতে নগরীর বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন।’
তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের মাধ্যমে মসজিদের শুভ উদ্বোধন করা হবে। এতে দল-মত নির্বিশেষে সিলেটের বিশিষ্ট ব্যক্তিজনদের দাওয়াত করা হয়েছে। বেলা ১১টা থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।’
উদ্বোধনী জুমার নামাজে সিলেটের সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি কামনা করেছেন তিনি ।