এরশাদের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে নগরীতে প্রচার মিছিল
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদসহ দলের কেন্দ্রের শীর্ষ নেতাদের সিলেট আগমনকে স্বাগত জানিয়ে নগরীতে প্রচার মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা সেলিম উদ্দিনের নেতৃত্বে নগরীর শিবগঞ্জ এলাকায় মিছিল করেন সংগঠনের শতাধিক নেতাকর্মী।
মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় শিবগঞ্জ-উপশহর পয়েন্টে এক পথসভায় মিলিত হন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এমপি ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’র আগমন ও সিলেট রেজিষ্ট্রারী মাঠে কর্মী সমাবেশকে সফল করতে তিনি সকল নেতাকর্মীকে আহবান জানান।
তিনি আরো জানান, পল্লীবন্ধু এরশাদ ও রওশন এরশাদ এর সিলেট সফর জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সফর। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিয়ে আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে।
সিলেট মহানগর জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদের পরিচালনায় পথসভায় আরোও বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার, বাহার খন্দকার, যুগ্ম-সাধারন সম্পাদক এম. ইকবাল হোসেন, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান, সাধারন সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক আনিসুজ্জামান পাবলু, জেলা মহিলা পার্টির সভনেত্রী নাহিদা আক্তার, জেলা জাপার আইন বিষয়ক উপদেষ্ঠা এ্যাড. আব্দুর রহিম, জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, নুরুজ্জামান আকন্দ, মান্না আহমদ, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক বাবুল আহমদ, জেলা সেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি কিউ.এম. ফররুখ আহমদ ফারুক, বিয়ানীবাজার উপজেলা জাপার সাধারন সম্পাদক হাজী সফর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু, জকিগঞ্জ উপজেলা জাপা নেতা নোমান উদ্দিন চৌধুরী, ওয়াহিদুর রহমান হালন, আব্দুল মতিন, যুব সংহতি নেতা তাজুল ইসলাম, হাছানুল আলম হাছনু, শাহ আলম, কানাইঘাট উপজেলা জাপা নেতা নাজিম উদ্দিন, কামরুজ্জামান কাজল, কানাইঘাট উপজেলা যুব সংহতির সভাপতি শামীম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা যুব সংহতির সভাপতি মুহবুর রহমান খান মুকিত, গোলাপগঞ্জ উপজেলা যুব সংহতির সভাপতিশাহান উদ্দিন নাজু, জকিগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সভাপতি সালমান আহমদ, সাধারন সম্পাদক এম. রুহুল আমিন, কানাইঘাট উপজেলাজাতীয় ছাত্র সমাজের সভাপতি আজাদুর রহমান আজাদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্র সমাজের সভাপতি শফিউর রহমান প্রমুখ।