কাল আসছে ইংল্যান্ড ক্রিকেট দল
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৫ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ শেষ পর্যন্ত সব শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি টেস্ট খেলতে আগামীকাল শুক্রবার ঢাকায় আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। রাত ৮টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে দলটি। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। অবশ্য এই সিরিজ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ছিল ইংল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশে সিরিজ খেলতে আসার বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলবে বলেও জানিয়েছিল তারা।