ছাতকে শিক্ষকের কিল ঘুষিতে ৮ম শ্রেণীর ছাত্র আহত : হাসপাতালে ভর্তি
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৭ অপরাহ্ণ
চান মিয়া, ছাতক থেকেঃ ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী উচ্চ বিদ্যালয় ও কলেজের মাহফুজ আহমদ নামের ৮ম শ্রেণীর এক ছাত্রকে শিক্ষকের প্রহারে আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালের ৫নং ওয়ার্ডে ১০নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
মাহফুজ ঝিগলী গ্রামের মাওলানা আর রশিদের পুত্র ও ঝিগলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসের বারান্দায় বের হলে বাংলা বিভাগের সহকারি শিক্ষক রুহুল আমিন মাহফুজ আহমদ বের হওয়ার কারণ জিজ্ঞাস করেন। সে বাথরুমে যাবে বলে উত্তর দেয়। রুহুল আমিন তাকে কিছু বুঝার আগেই কিল ঘুষি মারতে থাকেন এবং অফিস সহকারি ফুল চান বাবুকে জালিবেত নিয়ে আসার জন্য তিনি বলেন। তার আর্তচিৎকারে প্রধান শিক্ষক সহ অন্যান্যরা এগিয়ে এসে আহত অবস্থায় তাকে প্রধান শিক্ষকের রুমে নেন। তাকে কোন চিকিৎসার উদ্যোগ না নিয়ে প্রধান শিক্ষকের রুমে আটক রাখেন বলে মাহফুজ আহমদের পিতা মাওলানা আবদুর রশিদ জানিয়েছেন। আহতের চাচা ফয়েজ আহমদ জানিয়েছেন, শিক্ষক রুহুল আমিন ও অফিস সহকারি ফুলচান বাবুরা অমানবিক ভাবে তাকে নির্যাতন করেছেন। বিষয়টি তিনি জেলা শিক্ষা অফিসারকে মৌখিক ভাবে অবহিত করে রেখেছেন প্রয়োজনে এসব শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে মোবাইল ফোনে জানান। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের মোবাইলে বার বার যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেন নি।