বড়লেখায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ৬:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আলম (৩৮)-কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে একটি জানাযার নামাজে যোগ দিতে বাড়ি থেকে বের হলে পথে কিছু দৃষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপরে হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল হোসেন আলম শাহবাজপুর ইউনিয়নের শায়পুর গ্রামের খলিলুর রহমানের পুত্র। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের দু’বারের নির্বাচিত ইউপি সদস্য। এছাড়াও তিনি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।