লন্ডন প্রবাসীর ২০ লক্ষ টাকা আত্মসাৎ : সিলেটে ৩ ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ লন্ডন প্রবাসী গ্রাহকের ২০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সিলেটের জিন্দাবাজারস্থ সিটি ব্যাংক লিমিটেডের সাবেক শাখা ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার বিকেলে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, সিটি ব্যাংক লিমিটেডের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও জিন্দাবাজার শাখার চাকরিচ্যুত শাখা ব্যবস্থাপক মো. মুজিবুর রহমান (৫৮), সাবেক ক্যাশ ইনচার্জ মো. গিয়াস উদ্দিন (৪৮) ও সাবেক কাস্টমার সার্ভিস অফিসার ও বর্তমানে এক্সিম ব্যাংক সিলেট শাখার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুর রহমান (৩৮)। মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রেভা হালাদার জানান, সিটি ব্যাংকের জিন্দাবাজার শাখার সাত কর্মকর্তার যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে লন্ডন প্রবাসী সৈয়দ আখলাক মিয়ার নামে করা ৭০ লাখ টাকার এফডিআর থেকে তার অজান্তে প্রায় ২০ লাখ টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎ করেন। তিনি আরো বলেন, এ ঘটনার অনুসন্ধানে রেকর্ডপত্র ও সাক্ষ্য প্রমাণে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বুধবার তাদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সিলেট কোতোয়ালী থানায় মামলা রুজু করা হয় (মামলা নং-৩৪)। মামলা করার পর তাদের গ্রেফতার দেখানো হয়।