বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হবেন সব্যসাচী লেখক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সব্যসাচী লেখক কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হককে তার শেষ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার বেলা ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর এ পর্বটি পরিচালিত হবে।
শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে হেলিকপ্টারে করে তার মরদেহ গ্রামের বাড়ি কুড়িগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে তার বাবা-মায়ের কবরের পাশে তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হবে।রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক মারা যান।