শ্রীমঙ্গলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ৯:১৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি: চায়ের রাজধানী খ্যাত প্রাকৃতিক অপরুপ লীলাভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল ট্যুর গাইড কমিউনিটির আয়োজনে এবং হোটেল রেষ্টুরেন্ট মালিক সমিতির সহযোগীতায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্তর থেকে এক বর্ণঢ্য র্যালী বের হয়। পরে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার চৌমুহনা তে শেষ হয়। র্যালি শেষে এক পথ সভা অনুষ্টিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দে, ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার সাব জোন এর সহকারী পুলিশ সুপার এ কে এম মোশাররফ হোসেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন এর চেয়ারম্যান সহ বিভিন্ন হোটেল মোটেল এর মালিক বৃন্দ, ট্যুরিষ্ট গাইড কমিউনিটির সদস্যরা।
বিকাল চারটায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ টি হেভেন রিসোর্টের আধুনিক হল রোমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা এডিসি রিভিনিউ মাশুকুর রহমান শিকদার, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রী বিশ্বজিত কুমার পাল, শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগের সাধারণ স¤পাদক শ্রী অর্ধেন্দু কুমার দেব, জনাব এম ইদ্রিস আলী সাধারণ স¤পাদক শ্রীমঙ্গল প্রেসক্লাব, এবং শ্রীমঙ্গল ট্যুর গাইড কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন হোটেল মোটেল এর মালিক বৃন্দ। উক্ত আলোচনা সভায় শ্রীমঙ্গল পর্যটনের সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।