মেসিহীন বার্সেলোনাই বেশি সফল
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ৪:১৫ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
বোদ্ধা বিশ্লেষকদের অনেকের চোখেই বিশ্বসেরা খেলোয়াড় তিনি। তবে লিওনেল মেসিকে দলে না পেলেও বিশেষ চিন্তা করার কিছু নেই বার্সেলোনা কোচ লউইস এনরিকের। পরিসংখ্যান অন্তত তাই বলে। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে বুধবার জার্মান দল বরুশিয়া মুনশেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে নামবে এফসি বার্সেলোনা। কাতালানরা ম্যাচটি খেলবে প্রতিপক্ষ মাঠে। আর এ ম্যাচে খেলতে পারছেন না বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। আর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের পরিসংখ্যানে মেসিহীন বার্সেলোনার সাফল্যই বেশি। পরিসংখ্যান ভিত্তিক ওয়বসাইট অপ্টার হিসাবে, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে মেসি দলে ছিলেন এমন ৯৮ ম্যাচের ৬০টি জিতেছে বার্সেলোনা। এতে তাদের ১৫ হার ২৩ ড্র। জয়ের হার ৬১.২০। আর মেসি ছাড়া বার্সেলোনার জয়ের হার ৬৪.৭০। এমন ৩৪ ম্যাচের ২২টিতে জয় দেখেছে বার্সেলোনা। গত মৌসুম ইনজুরি নিয়ে দুই মাসের জন্য মাঠের বাইরে যেতে হয় পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসিকে। তবে ব্রাজিলিয়ান তারাকা নেইমার ও উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের নৈপুণ্যে এসময় টানা জয় দেখে বার্সেলোনা। আসর স্প্যানিশ লা লিগা আসর শেষে সর্বোচ্চ্ গোলদাতার পুরস্কার কুড়ান চ্যাম্পিয়ন বার্সা স্ট্রাইকার সুয়ারেজ। গত সপ্তাহে লা লিগার ম্যাচে কুঁচকির ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন মেসি। এতে তিন সপ্তাহের জন্য খেলা থেকে ছিটকে পড়েন তিনি। তবে সর্বশেষ ম্যাচে প্রতিপক্ষ মাঠে ৫-০ গোলে জয় কুড়ায় মেসিহীন বার্সেলোনা।