হযরত শাহজালাল রহ. বিমানবন্দরে দুই জার্মান নাগরিক আটক
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ৪:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে নয়টি ‘পিস্তলসহ’ বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিককে আটক করা হয়েছে। খেলনা পিস্তলের ঘোষণা দিয়ে আনা অস্ত্রগুলো নিয়ে তারা বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে মঙ্গলবার দুপুরে ঢাকায় আসেন জার্মান পাসপোর্টধারী ওই দুই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের আটক করা হয়। খেলনা পিস্তলের ঘোষণা দিয়ে একটি কার্টনে করে অস্ত্রগুলো আনা হয়। আটক করার পর অস্ত্রগুলো পরীক্ষা করার জন্য র্যাবের বিশেষজ্ঞকে বিমানবন্দরে ডাকা হয়। তাদের রিপোর্টের ভিত্তিতে ওই দুই যাত্রীকে পরে আটক করা