ইলিয়াস পত্নীর নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ৩:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুমকে অজ্ঞাত দূস্কৃতিকারী কর্তৃক মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, একজন মেধাবী ছাত্রনেতাকে হত্যার হুমকি প্রদানকারী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রযুক্তি আইন শুধু বিরোধী মতাবলম্বী মানুষকে হয়রাণীর উদ্দেশ্যে ব্যবহার করলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে এবং দিন দিন তাদের অপরাধের মাত্রা বাড়তে থাকবে। তিনি বলেন, পেছন দিক থেকে ষড়যন্ত্র করা কাপুরুষ এবং দুষ্টু লোকের কাজ। শহীদ জিয়ার আদর্শের প্রকৃত সৈনিকেরা কোন অশুভ শক্তির কাছে মাথা নত করেনা।
তিনি অবিলম্বে ছাত্রদল নেতা আবদুল কাইয়ুমকে হুমকি প্রদানকারীদেরকে খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।