অস্ত্রোপচারের মাধ্যমে মায়া হরিণটির পা কেটে ফেলা হলো
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ৫:৩৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মানুষের আক্রমণে আহত একটি মায়া হরিণের পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে হরিণটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত (২১ সেপ্টেম্বর) বুধবার দুপুর দেড়টায় জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা-চা¤পারায় এলাকায় জবাই করার প্রস্তুতিকালে শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবি জোয়ানরা আক্রমনকারীর হাত থেকে হরিণটিকে উদ্ধার করে। হরিণটির পেছনের ডান পায়ের হাড় ভেঙে মারাত্নক জখম হওয়ায় গত শুক্রবার পা-টি কেটে ফেলা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জণ দেব জানান, মায়া হরিণটির জন্য খুব কষ্ট হচ্ছে! হরিণটি সুস্থ হয়ে উঠতে সময় লাগবে।