সিলেটে গুলি ও বিদেশী রিভলভারসহ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ৫:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে দক্ষিণ সুরমা থানার কদমতলীর একটি রেস্টুরেন্ট থেকে ১টি বিদেশী রিভলভার ও ২ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৪টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মেজর এসএএম ফখরুল ইসলাম খানের নেতৃত্বে দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরে র্যাব এই অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আলমগীর মিয়া। সে মৌলভীবাজার সদর থানার আথানগিরী গ্রামের মৃত আ. সোবহানের ছেলে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারকৃত আসামীকে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।