বাবাকে পিটিয়ে মারলো কিশোর ছেলে
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ৫:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
জামালপুরের সরিষাবাড়ীতে বাবাকে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। রোববার ভোররাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পিতার নাম মমতাজ মণ্ডল (৬৫)। মাদকের টাকা না পেয়ে বাবাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে তার একমাত্র ছেলে উমর আলী (২০)। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার পর বাড়ি থেকে পালিয়েছে ঘাতক উমর আলী। সরিষাবাড়ী থানার এসআই মতিউর রহমান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
নিহত মমতাজ মণ্ডলের মেয়ে লায়লা বেগম জানান, তার ভাই ওমর আলী মাদকাসক্ত। সকালে ওমর তার বাবা মমতাজের কাছে টাকা দাবি করে। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওমর ক্ষুব্ধ হয়ে বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়। কান্নাজড়িত কণ্ঠে লায়লা বেগম বলেন, ছেলের হাতে বাবা খুন হলো। এটা কী করে হলো? ঘটনার পর থেকে ওমর পলাতক রয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছে বলে জানা গেছে। বাবার লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।