রোনালদোর ঘরে নতুন সদস্য
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ৫:০৭ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
রোনালদো-জিদানের সম্পর্ক নিয়ে উত্তাল ইউরোপের মিডিয়া। স্প্যানিশ লা-লিগায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজার ১৮ মিনিট আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলে নেন কোচ জিনেদিন জিদান। এতে প্রতিক্রিয়া দেখান রিয়াল মাদ্রিদের পর্তুগিজ এ উইঙ্গার। মুখ গোমড়া করে মাঠে ছাড়েন তিনি। ম্যাচের পুরো সময় ডাগআউটে বসা রোনালদোর মুখজুড়ে ছিল দুনিয়ার অন্ধকার। বিষয়টি ভালভাবে নেননি কোচ জিদান। তিনিও রোনালদোকে পরোক্ষভাবে সতর্ক করে দিয়েছেন। নিজের কাজ নিজে করে যাবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জিদান। এতে লাস পালমাসের সঙ্গে রিয়ালের ১-১ গোলে ড্র’র চেয়ে রোনালদো-জিদানের সম্পর্ক নিয়ে উত্তাল ইউরোপের মিডিয়া। আর এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই নিজ বাড়িতে নতুন সদস্য নিলেন রোনালদো। ওই ম্যাচ শেষ করেই রোনালদো যান শহরে। কিনে আনেক ছোট্ট একটি কুকুর ছানা। কুকুর ছানা নিয়ে বাড়িতে দারুণ উচ্ছ্বসিত রোনালদো। পুত্র জুনিয়র রোনালদোকে সাথে নিয়ে বুকের ওপর কুকুর ছানা রেখে ছবি তুলেছেন রোনালদো। সেটা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রিয়ালের এ তারকা। আর নিচে লিখেছেন, ‘ঘরের নতুন সদস্য নিয়ে আমরা দারুণ মজা করছি’। রোনালদোর কুকুর-প্রীতি বেশ পুরোনো। এর আগে বেশ কয়েকবার পোষা কুকুরের সঙ্গে ছবি তুলে তিনি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।