কারান্তরীন আরিফুল হকের অবস্থার অবনতি, ওসমানী হাসপাতালে ভর্তি
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ৩:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
অসুস্থ থাকা সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর অবস্থার অবনতি হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে আজ দুপুরে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুস ছগির মিয়া জানান, গতরাত থেকে আরিফুল হক চৌধুরীর রক্তচাপ ও ডায়বেটিস বেড়ে যায়। তাকে আজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরিফুল হক চৌধুরীর ঘনিষ্টজনক জুরেজ আবদুল্লাহ জানান, আরিফুল হককে ওসমানী হাসপাতালে নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীন থাকা আরিফুল হক চৌধুরী দীর্ঘদিন থেকেই অসুস্থতায় ভোগছেন।