সিলেটের মাহমুদ উস সামাদ জাতীয় সংসদের সভাপতিমন্ডলির সদস্য
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
দশম জাতীয় সংসদের ১২তম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলির মনোনয়ন দেয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে এ মনোনয়ন দেন। এতে সিলেট ৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীও রয়েছেন।
সভাপতিমন্ডলির বাকি সদস্যরা হচ্ছেন- আব্দুল মতিন খসরু, এনামুল হক, ফখরুল ইমাম ও আয়েশা খানম।
তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।