আর কখনো পাক-ভারত ক্রিকেট হবেনা!
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৯ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ যেমন, ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে পাক-ভারত ক্রিকেটের লড়াইটাও ঠিত ততটাই আরাধ্য ও উত্তেজনা সৃষ্টি করে ক্রিকেটপ্রেমীদের মনে। তবে পাক-ভারতের দ্বিপাক্ষীক লড়াইটা বোধহয় আর সহসা হচ্ছে না। সম্প্রতি উরিতে সন্ত্রাসী হামলার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান অনুরাগ ঠাকুর জানিয়ে দিলেন, পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজের কোনো প্রশ্নই আসে না। এমনকি সেটা নিয়ে চিন্তা করতেও বারণ করেন এই বোর্ড কর্মকর্তা।অনুরাগ ঠাকুর বলেন, ‘সম্প্রতি যা কিছু ঘটেছে তাতে করে এমন কিছুর চিন্তা করাটাও অনুচিত।’ কেবল ক্রিকেট নয় অন্য সকল ক্ষেত্রে পাকিস্তানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চান বিজেপির এই তরুণ নেতা। তিনি বলেন, ‘১৯৬৫, ১৯৭১ ও কারগিলের যুদ্ধে পাকিস্তানকে হারিয়েছে আমরা। প্রতিটি বিশ্বকাপে পাকিস্তানকে বলে কয়ে হারিয়েছি। এবারো তাদের হারাতে সক্ষম আমরা তবে তাদেরকে বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন করে দেয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
বোর্ড সভাপতির এমন বক্তব্যের সাথে একমত ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও।
ইন্ডিয়া টুডেকে প্রিন্স অব ক্যালকাটা বলেন, ‘জঙ্গীবাদ একটা বড় সমস্যা। যখন বর্ডারে আমাদের মানুষ মারা যাচ্ছে, তখন তাদের (পাকিস্তান) সাথে ক্রিকেট খেলা যায় না।’ সূত্র: এনডিটিভি