সিলেট জেলা ছাত্রদল নেতা কাইয়ুমকে হত্যার হুমকি
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার বিকাল ৩ টা ২১ মিনিটে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মোবাইল ফোনে কাইয়ুমকে প্রাণে মারার হুমকি দেন।
এ ঘটনায় সিলেটে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-১৫৭১) করেছেন ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম।
আবদুল কাইয়ুম বলেন- ‘‘০১৭১৭৫৭৯৮৩৭ মোবাইল ফোন নাম্বার থেকে রোববার বিকালে আমার মোবাইল ফোনে এক অজ্ঞাতনামা ব্যক্তি প্রাণে মারার হুমকি দেন। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই নিরাপত্তার কারণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’’
প্রসঙ্গত, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুমের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার আতাপুরে। তিনি বর্তমানে নগরীর মেন্দিবাগের বাসিন্দা। বিগত এক জানুয়ারি নির্বাচনের পর থেকে সরকার বিরোধী আন্দোলনের সময় থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম রাজপথে সক্রিয় ছিলেন।