মহিউদ্দিন শিরু’র ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মহিউদ্দিন শিরু’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিলো সকাল ১০টায় হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, বাদ আছর মিলাদ মাহফিল ও দোয়া এবং পরে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবদন। পরিবারের পক্ষ থেকে নগরীর বাগবাড়ীস্থ ছোট্টমণি নিবাসের এতিমদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন মরহুমের সহধর্মিনী হাসিনা মহিউদ্দিন চৌধুর।
মিলাদ ও দোয়া মাহফিল এবং পরে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবদনে উপস্থিত ছিলেন মহিউদ্দিন শিরু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কলন্দর আলী, মাওলানা কারী আবু ইউসুফ চৌধুরী, হাফিজ মাওলানা শামসুল ইসলাম ভাদেশ^রী, হাফিজ মাওলানা আব্দুল কাদির শাহপরানী, মাওলানা সাইফুদ্দিন, মাসুম আহমদ চৌধুরী, সৈয়দ মোঃ তাহের, মাওলানা জাকির হোসাইন, ক্বারী ফয়জুল হক, মাওলানা আলম মিয়া তরুকবাগী, হাফিজ সি.এম নূর আহমদ, গোলাম মাওলা, এনাম উদ্দিন আহমদ, আব্দুস ছালাম, হাবিবুল্লাহ, জমির উদ্দিন, মাওলানা শরাফত আলী, হাফিজ সিরাজুল হক, মোঃ শাহনূর আলী, মোঃ জুনু আলী, মোঃ সেলিম আহমদ, এডভোকেট জুয়েল আহমদ, এডভোকেট সালমান খান, মোঃ শফিকুর রহমান শাফিক প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফিজ মাওলানা শামসুল ইসলাম ভাদেশ^রী। মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল কাদির শাহপরানী। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জিয়ারতের পর দোয়া পরিচালনা করেন ক্বারী মোঃ আল আমীন।
মহিউদ্দিন শিরু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল আলোক এই মানুষটির ৭ম মৃত্যুবার্ষিকীতে কর্মসূচী গ্রহণ করায় সিলেট জেলা প্রেসক্লাব, তাঁরই প্রতিষ্ঠিত বালাগঞ্জ ডিগ্রি কলেজ ও লন্ডনে শুভাকাক্সিখদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মহিউদ্দিন শীরুর রেখে যাওয়া কর্মকান্ডকে বাস্তবায়ন সহ তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখার আহবান জানান।