টসে জিতে ব্যাট করছে টাইগাররা, ২ উইকেটে সংগ্রহ ১৩০
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ৪:২৪ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারালেও তামিম ইকবাল ও ইমরুল কায়েস পরে তা সামলে নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৩০ রান ।ম্যাচটি দেখতে শেরে বাংলা স্টেডিয়ামে ভিড় করেছেন ক্রিকেট প্রেমীরা। তামিম ইকবাল ব্যাট করছেন ৭০ রানে তাকে সঙ্গ দিচ্ছেন মাহমুদ উল্লাহ। ম্যাচটি শুরুর পুর্বে স্টেডিয়ামের বাইরের দিকে ব্যাপক ভিড় দেখা গেছে।এ ম্যাচটির মাধ্যমেই প্রায় দশ মাসের বেশি সময় বিরতির পর কোন আন্তর্জাতিক ওয়ানডে টুর্নামেন্ট খেলার সুযোগ পেলো বাংলাদেশ।দলে রয়েছে নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর বোলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞা কাটার পর দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। খেলছেননা মুস্তাফিজ এ নিয়ে দর্শকদের মধ্য কিছুটা হাহাকার লক্ষ্য করা গেছে। অনেকেই প্লেকার্ড নিয়ে হাজির হয়েছেন গ্যালারিতে। যাতে লেখা আছে মিস ইউ ফিজ।
চলতি বছর আফগানিস্তান এ পর্যন্ত ২৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে যদিও তার অধিকাংশই আইসিসির সহযোগী দলগুলোর বিরুদ্ধে।