সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকসুদ
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১:১৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সম্প্রতি ঘোষিত সিলেট জেলা ছাত্রদলের কমিটিতে প্রথম যুগ্ম সম্পাদক মকসুদ আহমদই জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। জেলা ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ বলেন, গঠনতন্ত্র মতে সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে প্রথম যুগ্ম সম্পাদক ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পান। সেই হিসেবে মকসুদ আহমদ-ই বর্তমানে সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নাকে গত ১১ সেপ্টেম্বর রাতে আটকের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।
নগরীর সোবহানীঘাট পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করেছিল র্যাব।
এদিকে সম্প্রতি তিনি ঘোষিত সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে কারাগারে থাকা অবস্থায় গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদককে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। যা ২১ সেপ্টেম্বর গণমাধ্যমে বিবৃতি আকারে প্রকাশিত হয়।