ওয়াশিংটনে গুলি করে ৪ জনকে হত্যা
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ওয়াশিংটনের বার্লিংটন এলাকায় অবস্থিত এক শপিং মলে গুলি করে ৪ জনকে হত্যা করেছে এক ব্যক্তি। দেশটির পুলিশ বিভাগ এই হত্যার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বন্দুকধারী একজনকে শপিং মলটির ভেতরে খুঁজছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সে এখনও ঐ মলে আত্মগোপন করে আছে। ওয়াশিংটন পুলিশের সার্জেন্ট মার্ক ফ্রান্সিস জানিয়েছেন, শুক্রবার রাতে একজন বন্দুকধারী গুলি করে ৪ জনকে হত্যা করে। এরপর থেকে শপিং মল সহ ঐ এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখনও মলটির দোকানগুলোতে বন্দুকধারীর খোঁজ চালিয়ে যাচ্ছি আমরা। সিয়াটল থেকে উত্তরে অবস্থিত শহর বার্লিংটন। সার্জেন্ট সকলকে অনুরোধ জানিয়েছেন বার্লিংটনের কাসাকাডা শপিং মল এলাকা এড়িয়ে চলার জন্য। সুত্র সিএনএন ।