আফগান সিরিজে দলের হয়ে প্রথম ওয়ানডেতেই খেলবেন তাসকিন
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:২০ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
বোলিং অ্যাকশনের বৈধতার খবর পাওয়ার পর পরই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে যুক্ত করা হয়েছে তাসকিন আহমেদকে।
বৃহস্পতিবার ১৩ জনের দল ঘোষণা করে তাসকিনের জন্য জায়গা রেখে দিয়েছিলেন নির্বাচকরা। শুক্রবার আইসিসি থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র পেয়ে তাসকিনের দলে যোগ দেয়ার খবর নিশ্চিত করেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি বলেন, তাসকিনের জন্য অপেক্ষা ছিল। আশা করছি প্রথম ওয়ানডেতেই মাঠে দেখা যাবে তাকে।
তাসকিন আহমেদ যুক্ত হবার পর আফগান সিরিজে দল দাঁড়ালো ১৪ জনে।