গোয়াইনঘাটে সেতু ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাক খালে
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ২:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
গোয়াইনঘাটের বার্কিপুরে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বেইলি সেতু ভেঙ্গে খালে পড়ে আহত হয়েছেন ট্রাক চালক সহ ৪জন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।
ঘটনার পর থেকে এ রাস্তা দিয়ে উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮৩৭৬৬) সারী-গোয়াইনঘাট সড়কের বার্কীপুর বেইলি সেতুতে উঠা মাত্রই সেতুটি ভেঙ্গে ট্রাক খালে পড়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, সেতুটি ভেঙ্গে যাওয়ার সংবাদ তিনি পেয়েছেন। দ্রুত সেতু সংস্কার করে যান চলাচল উপযোগী করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তিনি এ ব্যাপারে আলাপও করেছেন।