সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ঝিনাইদহ ও কুড়িগ্রাম সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী- বিএসএফ।
বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার শেষ রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে জসিম মণ্ডল নামের ২৬ বছর বয়সী এক যুবক বিএসএফের গুলিতে নিহত হন।
আর শুক্রবার ভোর ৪টার দিকে কুড়িগ্রামের রৌমারি সিমান্ডের গয়েতাপাড়া এলাকায় একইভাবে নিহত হন ২৫ বছর বয়সী লাল মিয়া, যিনি গরু আনতে সীমান্ত পার হচ্ছিলেন বলে পরিবারের ভাষ্য।
ঝিনাইদহ বিজিবির খালিশপুর- ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, নিহত জসিমের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনায়।
“বাঘাডাঙ্গা সীমান্ত পার হয়ে ভারতের আটশ’ গজ ভেতরে হাজরাখাল এলাকায় ঢুকে সে বিএসএফ এর হাজরাখাল ক্যাম্পের টহল দলের সামনে পড়ে যায়। বিএসএফ থামতে বললে সে পালানোর চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করে।”
বিএসএফ এর বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল তাজুল জানান, আহত জসিমকে ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ভারতের হাঁসখালী থানায় রাখা হবে।
ময়নাতদন্তের পর পতাকা বৈঠকের মাধ্যমে জসিমের লাশ বাংলাদেশকে ফেরত দেওয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
তিনি বলেন, “বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে আমরা বিএসএফকে একটি চিঠি পাঠিয়েছি।”
কুড়িগ্রাম বিজিবির দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আজিজ জানান, রৌমারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লাল মিয়া ওরফে দুখু মিয়া শোলমারি ইউনিয়েনের ফকিরপাড়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে।
আবদুল হাই জানান, তার ছেলে ভোরের দিকে গরু আনতে ওপারে যাচ্ছিলেন। গয়েতাপাড়া এলাকায় বিএসএফের ঝাউডাঙ্গা ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে।
গুলিবিদ্ধ অবস্থায় লাল মিয়া ফকিরপাড়া গ্রামে ফেরার পর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
সুবেদার আব্দুল আজিজ বলেন, “লাশ এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করছেন।”
সম্প্রতি সীমান্তের ওই এলাকায় দুই দেশের গরু পাচারকারীদের আনাগোনা বেড়েছে জানিয়ে আজিজ জানান, শুক্রবার ভোরে ১০৬৩ সীমান্ত এলাকা খাটিয়ামারি (অনন্তপুর) এলাকায় টহল দেওয়ার সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে আকিদুল ইসলাম (৩৫) নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।