সিলেটের মেয়র আরিফুল হকের মা আইসিইউতে
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১:৩৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
মামলায় কারান্তরীণ সাময়িক বহিষ্কৃত সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর মা আমিনা খাতুন গুরুতর অসুস্থ। বুধবার রাতে আরিফুল হক চৌধুরীর মাতাকে নগরীর নয়াসড়কস্থ মাউন্ট অ্যাডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই হাসপাতালের সিসিইউতে রয়েছেন। এর আগেও চলতি বছরের মার্চ মাসে আরিফের বৃদ্ধ মাতা গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় ২৮শে মার্চ দুপুরে আরিফকে আদালত অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করা হয়েছিল। ১৫ দিন পর পুনরায় তার জামিন বাতিল করে আদালতে পাঠানো হয়। সম্প্রতি আরিফুল হক চৌধুরী কিবরিয়া হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। আর দুটি মামলায় জামিন না পাওয়ায় তিনি মুক্ত হননি।