কুকুরকে আটটি আইফোন৭ উপহার!
প্রকাশিত হয়েছে : ৯:১৭:৪২,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৬
সুরমা নিউজঃ অ্যাপল তাদের নতুন প্রযুক্তি পণ্য আইফোন ৭ বাজারে এনে সাড়া ফেলে দিয়েছে। তবে একসঙ্গে ৮টি আইফোন ৭ ব্যবহার করে তার চেয়েও বেশি সাড়া ফেলেছে কোকো! না ইনি কোনো মানুষ নন, চীনের ধনকুবের উয়াং জিয়ানলিনের আদুরে ছেলে ওয়েং সিকংয়ের আদরে কুকুর।
আলাসকার এই মালামুট প্রজাতির কুকুরটিকে ৮টি আইফোন ৭ উপহার দিয়ে তিনি চমকে দিয়েছেন। খবর ডেইলিমেইলের। তবে এবারই প্রথম চীনের ২৮ বছর বসয়ী সবচেয়ে কাঙ্ক্ষিত এই ব্যাচেলর চমকে দিলেন এমন নয়, আগেও তিনি ভালোবাসা দিবসে কুকুরটিকে দুটি অ্যাপল ঘড়ি (৮০০ পাউন্ড) ও ফেন্ডি ব্রান্ডের হাতব্যাগ উপহার দিয়েছেন। এরপর আলোচনা উঠে এসছে সম্ভবত বিশ্বের সবচেয়ে ভাগ্যবান কুকুর এখন কোকো। কুকুরটিও সেসব উপহার নিয়ে ক্যামেরায় পোজ দিয়েছে।আর ফোন ও ঘড়ি নিয়ে কোকোর পোজ দেয়া ছবি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জিয়ানলিন চীনের ধনকুবেরদের অন্যতম। বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় ২৩ বিলিয়ন পাউন্ড।সিকং তার পোষা কুকুরের জন্য প্রত্যেকটি আইফোন ৭ সেট প্রায় ৮২ হাজার টাকা (৮০৩ পাউন্ড) দরে কিনেছেন। সিকং উনচেস্টার কলেজে পড়ালেখা করেছেন। তিনিও বাবার মতো ইতিমধ্যে ৪৩০ মিলিয়ন পাউন্ডের মালিক হয়েছেন। চীনে ৩০ বছর বয়সীদের মধ্যে তিনি সবচেয়ে সফল উদ্যোক্তা। সিকং চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবোতে ১৬ সেপ্টেম্বর এসব ছবি আপলোড করেন। তার এই অ্যাকাউন্টটিতে প্রায় ১৯ লাখ ফলোয়ার রয়েছেন। কুকুরটিকে ‘জনগণের রাজকুমারী’ অ্যাখা তিনি লিখেছেন, ‘প্রত্যেকেরই উৎসব করার অধিকার রয়েছে।’এরপর সেখানে বহু মানুষ মন্তব্য করেছেন, যারা বলেছেন, কুকুরটি খুবই সুন্দর। আশা করি ওয়েং সিকং মানুষকেও এভাবে আইফোন ৭ উপহার দিবেন। অনেকে আবার আক্ষেপ করেও মন্তব্য করেছেন, ‘আমাদের চেয়ে এই কুত্তার ভাগ্য অনেক ভালো। কারণ সে আমাদের চেয়ে ধনী।’ জ লাও ব্যান নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘এই ছবি দেখার পর আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই।’ চীনে আইফোন ৭ এর দাম ৬ হাজার ৯৮৮ ইয়ান (৮০৩ পাউন্ড)। আর আইফোন ৭ প্লাস বিক্রি হচ্ছে ৭ হাজার ৯৮৮ ইয়ানে (৯১৮ পাউন্ড)।