দেশে ফিরলেন খালেদা জিয়া, বিমানবন্দরে ব্যাপক শোডাউন
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৬, ৯:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
পবিত্র হজ পালনে ১৫ দিনের সৌদি সফর শেষে দেশে ফিরতেই দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে বিকেল ৫টা ২৫ মিনিটে গুলশানের বাসার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। এ সময় তার গাড়ি বহরকে ভিআইপি নিরাপত্তা দেয় পুলিশ ও তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’র (সিএসএফ)সদস্যরা।
এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে কুড়িল-বিশ্বরোড থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় দুই পাশে ঢাকা মহানগর বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা ব্যাপক শোডাউন দেন।
খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্লোগান দেন। দলের চেয়ারপারসনকে হাত নেড়ে অভিবাদন জানান।
এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে মদিনা আব্দুল আজিজ বিমান বন্দর থেকে রওনা দেন খালেদা জিয়া ও সফরসঙ্গীরা। এরপরে আবুধাধিতে ৩ ঘন্টা যাত্রা বিরতি দিয়ে আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সৌদি বাদশা সউদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে ১১ সেপ্টেম্বর সৌদি আরবের মক্কায় আরাফাতের ময়দানে পবিত্র হজ সম্পন্ন করেন। সৌদি আরবের রয়েল প্রটোকলের ব্যবস্থাপনায় তারা পবিত্র হজ সম্পন্ন করেন। এসময় দেশের মানুষের মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ, গৃহকর্মী ফাতেমা বেগমও হজ করেন। তারেক রহমানের শ্বাশুড়ি ইকবাল মান্দ বানু, শাহিনা খান জামান বিন্দু ও স্বামী সৈয়দ শফিউজ্জামানও এবার হজ করেছেন।