লালাবাজারে সড়ক দূর্ঘটনা : বাসের চাপায় পিষ্ঠ ইউনুছ’র জনসেবার স্বপ্ন
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৬, ৭:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
জনসেবার স্বপ্ন পিষ্ঠ হলো বাসের চাপায়। পূরণ হলো না নব নির্বাচিত জনপ্রতিনিধি ইউনুছ আলীর সেই স্বপ্ন। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তাঁর জীবনবাতি নিভিয়ে দিলো। তার সঙ্গে প্রাণ গেল তারই বাল্যবন্ধু আব্দুশ শহীদ।
ইউনুছ আলী দক্ষিণ সুরমার সদ্য সমাপ্ত লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত সর্বকনিষ্ট ইউপি সদস্য।
ইউনুছ আলীর মৃত্যু সংবাদ মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো লালাবাজার ইউনিয়নে।
মানুষের ঢল নামে তার বাঘেরখলার বাড়িতে। শোক সইতে না পেরে ক্ষুদ্ধ এলাকাবাসী পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন ঘাতক হানিফ পরিবহনের বাসটি।
সদা হাস্যোজ্জ্বল সুদর্শন তরুণ ইউনুছ মাত্র ২৫ বছর বয়সেই নির্বাচিত হন ইউপি সদস্য। ৭ মে’র নির্বাচনে ৯ নং ওয়ার্ডবাসী বিপুল ভোটে তাকে নির্বাচিত করেন। দায়িত্ব নিয়ে সবেমাত্র পরিষদের একটি সভায় যোগ দিয়েছিলেন ইউনুছ। জীবনের স্বপ্ন বাকী থাকতেই দু:স্বপ্নে পরিণত হলেন তিনি।
উল্লেখ্য, বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল ফরিদপুরী রাস্তার সামনে হানিফ পরিবহনের একটি বাসের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান লালাবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য বাঘেরখলা গ্রামের মকবুল আলীর ছেলে ইউনুছ আলী (২৫) ও তার বন্ধু পার্শ্ববর্তী দশহাল গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুশ শহীদ (২৭)।
এ দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘন্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা হানিফ পরিবহনের ঘাতক বাসটি পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।