কাল বিপিএলের সিলেট ভেন্যুর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৩ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-২০১৬ এর সিলেট ভেন্যুর উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। ওইদিন সন্ধ্যা পৌনে ৭ টায় সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সিলেট ভেন্যুর খেলা শুরু হবে রোববার থেকে। প্রতিদিন দুটি খেলা অনুষ্ঠিত হবে। ১ম খেলা বিকেল সাড়ে ৪টায় এবং ২য় খেলা সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। বিপিএল এর সিলেট ভেন্যুর খেলা উপলক্ষে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার বেলা ৩ টায় সিলেট জেলা স্টেডিয়াম হতে র্যালি বের করবে।
বিপিএল উপলক্ষে নিরাপত্তা বিষয়ক গতকাল বুধবার সকাল ১১ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর পুলিশ কমিশনার মো: কামরুল আহসান। সভায় বিপিএল-এর সার্বিক নিরাপত্তা বিষয়ক বিস্তারিত আলোচনাক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য-সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক-সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম.এ.সাত্তার, সিলেট স্টেডিয়াম মার্কেট কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর ডা: মো: মাশুকুর রহমান চৌধুরী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট আব্দুল মালিক রাজা ও কার্যনির্বাহী সদস্য এনামুল হক মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।