লা লীগার আগুনে ম্যাচে রাতে মুখোমুখি বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৭ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় বাংলাদেশ সময় রাত ২ টায় এক আগুনে লড়াইয়ে মুখোমুখি চ্যাম্পিয়ন বার্সেলোনা আর তৃতীয়স্থানের অ্যাটলেটিকো মাদ্রিদ। এ খেলার ফল প্রভাব ফেলতে পারে শিরোপা লড়াইয়ে। খেলাটা হবে বার্সেলোনার ন্যু ক্যাম্পে। আর তাই মেসি-সুয়ারেজ-নেইমারকে টপকে অ্যটলেটিকোর জয় পাওয়াটা পাহাড় ডিঙানোর মতোই হবে। এ মাঠে গত এক দশকেই জয়ের দেখা পায়নি তারা। তবে হালে দিয়েগো সিমিওনির অধীনে মাদ্রিদের এ দলটির অবস্থান বেশ মজবুত। আর শনিবার ৫-০ গোলে স্পোর্টিং গিহনকে হারিয়ে প্রমাণ দিয়েছে তারাও গোল করতে পারে। ওই খেলায় তাদের ফারনান্দো তোরেস, অ্যান্তনিও গ্রিজম্যান ও কেভিন গামেইরো গোল পান। তোরেসের দুই গোল তাদের উজ্জীবিত করেছে আরও। এর আগে তারা সেল্টা ভিগোকে হারায় ৪-০ গোলে। অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে বেশ ক’বারই হারিয়েছে বার্সেলোনাকে।
২০১৩-২০১৪ মওসুমে এবং ২০১৫-২০১৬ মওসুমে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে তারা হারায় বার্সেলোনাকে। অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার দিযেগো গডিন ক্লাবের ওয়েবসাইটে বলেন, আগের খেলার মতোই খেলতে চাই আমরা। এখন আমরা আরো বড় প্রতিপক্ষের মোকাবিলায় নামবো। তাদের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন, বিশেষ করে যখন তাদের মাঠেতো আরও কঠিন। আমরা জানি বার্সেলোনার খেলার মান এবং তারা সেটা বেশ অনেক বছর ধরেই দেখিয়ে চলেছে। সব মিলিয়ে শেষ আট খেলায় ন্যু ক্যাম্পে একবারও জিততে পারেনি, হেরেছে পাঁচবার, ড্র তিনবার। এবার লীগে সিমিওনির দল গোল খেয়েছে মাত্র একটি। তবে গোলের মধ্যে রয়েছে বার্সেলোনা। বার্সেলোনা প্রতিপক্ষের জালে সর্বোচ্চ ১৩ গোল করেছে। নিজ মাঠে আলাভেসের কাছে-২১ গোলের তারা ভোলে সেলটিককে ৭-০ গোলে হারিয়ে। এরপর নবাগত লিগোনেসের বিপক্ষে ৫-১ গোলের জয়। দারুণ ফর্মে এমএসএন। অ্যাটলেটিকোর জন্য কঠিন লড়াই-ই অপেক্ষা করছে।
আজ রেকর্ড ১৭তম জয়ের লক্ষ্যে খেলবে গত আসরের রানার্সআপ রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ এবার ভিয়ারিয়াল। লা লিগায় ২০১০-১১ মওসুমে বার্সেলোনা টানা ১৬ খেলায় জিতে যে রেকর্ড গড়েছিল তা আজ ভাঙতেই পারে। রোববারের খেলায় রোনালদো আর বেল খেলতে পারেননি। কিন্তু আজ তাদের খেলার কথা। কোচ জিনেদিন জিদান বলেন, আমাদের কাজ কেবল পয়েন্ট সংগ্রহ করে যাওয়া। আমরা তাই করে যাচ্ছি। ওদিকে আগামী কাল মেসতাইয়া স্টেডিয়ামে ভ্যালেন্সিয়া খেলবে নবাগত আলাভেসের বিপক্ষে।